1. newsbijoy.bd@gmail.com : Faruk Hossaun : Faruk Hossaun
  2. info@newsbijoy.com : newsbijoy.com :
  3. bashore88@gmail.com : newsbijoy22 :
রোববার, ২৬ মার্চ ২০২৩, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম:-
এখন থেকে নিউজ বিজয়ের সকল সংবাদ পেতে newsbijoy24.com ভিজিট করুন।

Up to BDT 150 Cashback on New Connection

ইতিহাসের এই দিনে: ১০ই মে.২০২২

মো: ফারুক হোসন (নিশাত) নিউজবিজয় প্রতিবেদক :-
  • প্রকাশিত সময়: মঙ্গলবার, ১০ মে, ২০২২
newsbijoy
১৯৯৪ সালের এই দিনে নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন

জ  মঙ্গলবার ১০ মে ২০২২ ইংরেজি, ২৭ বৈশাখ ১৪২৯ বাংলা, ০৮ শাওয়াল ১৪৪৩ হিজরি। ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

আজকের ঘটনাবলি:-

:১৫০৩ – ক্রিস্টোফার কলম্বাস স্যানে আইল্যান্ড ভ্রমণ করেন।

১৫২৬ – পানিপথের যুদ্ধ জয় করে মোগল সম্রাট বাবর আগ্রায় প্রবেশ করেন।

১৭৭৩ – গ্রেট ব্রিটেনের সংসদে চা-আইন পাস হয়।

১৭৭৪ – লুইস ফ্রান্সের রাজা এবং মেরি অ্যাস্টোইলেট রানী হন।

১৭৭৪ – বাংলার নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায়ের জন্ম।

১৮২৪ – লন্ডনে জাতীয় গ্যালারি জনগণের জন্য খুলে দেওয়া হয়।

১৮৫৭ – ভারতবর্ষে বৃটিশ শাসনের বিরুদ্ধে সিপাহী বিপ্লবের সূচনা হয়।

১৮৬৩ – বাঙালি লেখক, বাংলা মুদ্রণের পথিকৃৎ উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর জন্ম।

১৮৭১ – ফ্রান্সের দ্বিতীয় সম্রাট লুই নেপোলিয়ন বা তৃতীয় নেপোলিয়নের শোচনীয় পরাজয় ফ্র্যাংকফুট চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে চূড়ান্ত রূপ পরিগ্রহ করে।

১৮৭২ – ভিক্টোরিয়া উডহল যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা, যিনি প্রেসিডেন্ট পদের জন্য মনোনীত হয়েছিলেন।

১৯০৫ – কণ্ঠশিল্পী পঙ্কজকুমার মল্লিকের জন্ম।

১৯৩৩ – বার্লিন বিশ্ববিদ্যালয়ের সামনে নাৎসিরা পঁচিশ হাজার বই পুড়িয়ে দেয়।

১৯৪০ – জার্মানি নেদারল্যান্ড, লুক্সেমবার্গ ও বেলজিয়াম দখল করে নেয়।

১৯৪১ – ব্যাপক বোমা বর্ষণের ফলে লন্ডনের হাউস অব কমন্স ধ্বংস হয়।

১৯৭৪ – সিলভ্যা উইল্টর্ড, ফরাসি ফুটবল খেলোয়াড় এর জন্ম।

১৯৮৫ – সাহিত্যিক প্রমথনাথ বিশীর মৃত্যু।

১৯৯৪ – নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

দিবস:

আজ বিশ্ব মা দিবস

newsbijoy.com

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

সকল সংবাদ পেতে ফেসবুক পেজে লাইক দিয়ে সাথে থাকুন…

নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

© All rights reserved © 2015-2022 NEWSBIJOY24
Developed BY NewsBijoy24.Com
themesbanewsbijo41