1. newsbijoy.bd@gmail.com : Faruk Hossaun : Faruk Hossaun
  2. info@newsbijoy.com : newsbijoy.com :
  3. bashore88@gmail.com : newsbijoy22 :
সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম:-
Logo এখন থেকে নিউজ বিজয়ের সকল সংবাদ পেতে newsbijoy24.com ভিজিট করুন। Logo  এখন থেকে নিউজ বিজয়ের সকল সংবাদ পেতে newsbijoy24.com ভিজিট করুন। Logo

ইতিহাসের এই দিনে: শনিবার,২৭ আগস্ট-২০২২

মো: ফারুক হোসন (নিশাত) নিউজবিজয় প্রতিবেদক :-
  • প্রকাশিত সময়: শনিবার, ২৭ আগস্ট, ২০২২
newsbijoy
১৯৭৬ সালের এই দিনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মারা যান।

জ শনিবার,২৭ আগস্ট ২০২২ ইংরেজি, ১২ই ভাদ্র ১৪২৯ বাংলা, ২৭ মহররম ১৪৪৪ হিজরি।ইতিহাসে আজকের এই দিনে ঘটে গেছে উল্লেখযোগ্য অনেক ঘটনা। এক নজরে দেখে নিন আজকের দিনের বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

আজকের ঘটনাবলি:

১২২৭ – মুসলমানদের প্রথম নৌ যুদ্ধ সংঘটিত হয়।

১৭৩৬ – সম্রাট জাহাঙ্গীর ইন্তেকাল করেন।

১৭৭০ – জার্মান দার্শনিক ভিলহেলম ফ্রেডরিখ হেগেলের জন্ম।

১৭৮৯ – ফরাসী জাতীয় পরিষদে বিশ্বখ্যাত মানবাধিকার ঘোষণা।

১৮৭০ – শশীপদ বন্দ্যোপাধ্যায় প্রথম শ্রমজীবী সংঘ প্রতিষ্ঠা করেন।

১৮৮৩ – ইন্দোনেশিয়ায় বন্যা/জলোচ্ছ্বাসে ৩৬ হাজার প্রাণহানি ঘটে।

১৮৮৯ – প্রথম বারের মত সেলুলয়েড রোল ফিল্ম প্রস্তুত করা হয়।

১৯০৮ – মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৬তম রাষ্ট্রপতি লিন্ডন বি. জনসন জন্মগ্রহন করেন।

১৯০৮ – ক্রিকেট জগতের কিংবদন্তি ব্যাটসম্যান ডোনাল্ড ব্রাডম্যানের জন্ম।

১৯১৬ – অস্ট্রিয়া-হাঙ্গেরির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রোমানিয়া।

১৯২৬ – নরওয়েজীয় গণিতবিদ এবং কম্পিউটার প্রোগ্রমিং ভাষা মুঘল এবং রাজনীতিবিদ ক্রিস্টেন নিগার্ড জন্মগ্রহন করেন।

১৯২৮ – প্যারিসে ১৭টি দেশের যুদ্ধ পরিত্যাগ করার ঘোষণা চুক্তি স্বাক্ষর হয়।

১৯৩২ – আমস্টারডামে যুদ্ধবিরোধী শান্তি কংগ্রেস অনুষ্ঠিত হয়।

১৯৫৮ – সোভিয়েত ইউনিয়ন দুটি কুকুরসমেত স্পুটনিক-৩ উৎক্ষেপণ করে।

১৯৬৫ – সুইস স্থপতি ও নগর পরিকল্পনাবিদ লে করবুসিয়ের মৃত্যু।

১৯৬৯ – ইসরায়েলের কমান্ডোরা মিসরের অভ্যন্তরে প্রবেশ করে নীল উপত্যকায় মিসরীয় সেনাবাহিনীর সদর দপ্তরে মর্টার হামলা চালায়।

১৯৭১ – লন্ডনে বাংলাদেশ মিশন উদ্বোধন।

১৯৭৪ – পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ জন্মগ্রহণ করেন।

১৯৭৬ – জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মারা যান।

১৯৭৬ – ভারতের কণ্ঠশিল্পী মুকেশ মৃত্যুবরণ করেন।

১৯৭৯ – লর্ড মাউন্টব্যাটেন নিহত হন।

১৯৮৮ – প্রবল বন্যায় বাংলাদেশে শতাধিক প্রাণহানি ঘটে।

১৯৯১ – সোভিয়েত ইউনিয়নভুক্ত মোলদাভিয়া পূর্ণ স্বাধীনতা লাভ করে।

১৯৯১ – ইউরোপিয়ান কমিউনিটি এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়াকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।

নিউজবিজয়/এফএইচএন

newsbijoy.com

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

সকল সংবাদ পেতে ফেসবুক পেজে লাইক দিয়ে সাথে থাকুন…

নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

© All rights reserved © 2015-2022 NEWSBIJOY24
Developed BY NewsBijoy24.Com
themesbanewsbijo41