লালমনিরহাটের আদিতমারীতে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সাদিয়া(২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুন) দুপুরে উপজেলার ছোট কমলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
শিশু সাদিয়া ওই এলাকার সোহেল রানার মেয়ে।
এলাকাবাসীরা জানান, বাড়ির উঠানে খেলা করতে করতে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় শিশু সাদিয়া। অনেক খোজাখুজি শেষেও পরিবারের লোকজন তাকে না পেয়ে দুশ্চিন্তায় পড়ে যায়। এক পর্যায়ে ওই পুকুরের মৃতদেহ ভেসে উঠে।